প্রতীকী ছবি
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: আসন্ন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের উপনির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগ জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে।

পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়। এতে ২৩ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।

সদস্যরা হলেন-
•    পাবনা সদর উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন।
•    পাবনা জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক কামিল হোসেন।
•    জেলা আ’লীগ নেতা জামিরুল ইসলাম মাইকেল।
•    পাবনা সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন।
•    পাবনা পৌরসভার মেয়র কামরুল হাসান মিন্টু।
•    আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম লিটন।
•    পাবনা জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক বশির আহমেদ বকুল।
•    জেলা আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহজেবিন শিরিন পিয়া।
•    জেলা আ’লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিষ্টার সৈয়দ আলী জিরু।
•    ঈশ্বরদী উপজেলা আ’লীগের সহ-সভাপতি মোহাম্মদ রশিদুল্লাহ।
•    ঈশ্বরদী পৌর আ’লীগের সাবেক সভাপতি আব্দুল আজিজ।
•    ঈশ্বরদী পৌর আ’লীগের সভাপতি মেয়র আবুল কালাম আজাদ মিন্টু।
•    ঈশ্বরদী পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা।
•    সুপ্রীম কোর্টের আইনজীবী রবিউল আলম বুদু
•    এ্যাড. মোস্তাফিজুর রহমান কামাল।
•    পৌর আ’লীগের সহ-সভাপতি ইউনুস আলী মিন্টু।
•    আ’লীগ নেত্রী শামসুর নাহার রেখা।
•    ফোরকান আলী।
•    পাবনা জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক।
•    পাবনা জেলা মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক কহিনূর ফেরদৌস কণা।
•    আ’লীগ নেতা তাজুল ইসলাম ।
•    ফিরোজ আলী।
•    ঈশ্বরদী উপজেলা আ’লীগের নির্বাহী কমিটির সদস্য গালিবুর রহমান শরীফ।

এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস বলেন, প্রতিটি নির্বাচনের আগে একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে থাকে আওয়ামী লীগ। এবারও পাবনা-৪ আসনের উপনির্বাচন পরিচালনা, সমন্বয়, কর্মকৌশল নির্ধারণ এবং সার্বিক নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনার জন্য এ কমিটি গঠন করা হয়।

তিনি আরও বলেন, সাধারণত এ কমিটি নির্বাচনী প্রচারণা, এজেন্ট প্রশিক্ষণ, ভোটকেন্দ্রভিত্তিক কমিটি গঠন, নির্বাচনসংশ্লিষ্ট সব তথ্য সংরক্ষণ এবং নির্বাচনী পর্যবেক্ষণ করার কাজ সরাসরি তদারকি করে। শহরের ষ্টেশন রোড দলের কার্যালয়ের এ কমিটির সার্বক্ষণিক কর্মকাণ্ড চলবে।