প্রধান অতিথির বক্তব্যে দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল।
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল বলেছেন, নৌকা জাতীয় সত্তার আত্মজাগরণের প্রতীক। নৌকার বিজয় মানে বঙ্গবন্ধুর স্বপ্নের বিজয়, নৌকার বিজয় মানে শেখ হাসিনার বিজয়, নৌকার বিজয় মানে স্বাধীনতা ও উন্নয়নের বিজয়।

শনিবার (০৫ সেপ্টেম্বর) সকালে ঈশ্বরদীতে অবস্থিত জেলা পরিষদের ডাকবাংলো চত্বরে পাবনা জেলা আওয়ামী লীগ আয়োজিত সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের মৃত্যুতে শোক ও স্মরণ সভা  এবং প্রতিনিধি সম্মেলনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এখানে নৌকা হারলে আমি, আপনি হারব। শেখ হাসিনা কষ্ট পাবে। শামসুর রহমান শরীফের আত্মাও কষ্ট পাবে। পাবনা-৪ আসনের উপনির্বাচনের আর মোটে দু’সপ্তাহ বাকি রয়েছে। নেত্রীর নির্দেশ মেনে ঈশ্বরদী-আটঘরিয়ার সকলেই নৌকার পক্ষে কাজ করছেন- এটা খুব আশার কথা। আমাদের প্রার্থী নুরুজ্জামান বিশ্বাসকে জিতিয়ে আনতে সামনের এই কয়টা দিন সকলকে নিরলসভাবে কাজ করতে হবে। আপনার ঐক্যবদ্ধ থাকলে এখানে নৌকার বিজয় অবশ্যই নিশ্চিত হবে।

প্রায়াত সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ স্মরণে আয়োজিত স্মরণ সভা ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠান।
এস এম কামাল বলেন, শেখ হাসিনা রাস্তা থেকে হাবিবকে তুলে এনে ছাত্রলীগের সভাপতি বানিয়েছিল। সেই হাবিব এখন প্রতিদ্বন্দী ধানের শীষের প্রার্থী। হাবিব তার নিজের ইউনিয়নেই বিজয় অর্জনের ক্ষমতা রাখে না।

পাবনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লালের সভাপতিত্বে এতে সম্মানিত অতিথি ছিলেন স্কয়ার গ্রুপের পরিচালক ও স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। বিশেষ অতিথি ছিলেন পাবনা-১ সংসদ সদস্য শামসুল হক টুকু এমপি, পাবনা-২ আসনের এমপি ফিরোজ কবীর ও পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি।

এতে আরও বক্তব্য রাখেন, ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম লিটন, পাবনা জেলা আওয়ামী লীগের উপদফতর সম্পাদক ব্যারিস্টার সৈয়দ আলী জিরু, ঈশ্বরদী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খান, আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক প্রকৌশলী আবদুল আলীম ও পাবনা সদর পৌরসভার মেয়র কামরুল হাসান মিন্টু প্রমুখ।